প্রথ্যাত চারন কবি, কবি সম্রাট, ভাবুক কবি, দুই বাংলার গৌরব পাগল বিজয় সরকার। তিনি নড়াইল সদর উপজেলার ১১নং বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদী গ্রামে জন্মগ্রহন করেন। প্রতি বছর ০৮ ই ফাল্গুন (বাংলা) তার জন্মতিথী উপলক্ষে তার নিজ বাসভবন ডুমদী গ্রামে দুই দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়ে থাকে। এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে— প্রথম দিন অধিবাস ও সমবেত উপাসনা। দ্বিতীয় দিন উষালগ্নেমঙ্গল আরতি, সপ্তসতী গীতাপাঠ, পুষ্পাঞ্জলি ও দুপুরে বিভিন্ন আলোচনা সভা ও বিজয় গীতি পরিবেশন । বিকালে ধর্মসভা ওবিশ্বশান্তিকল্প্পে সমবেত প্রার্থনা এবং রাতে কবি গান পরিবেশন। উক্ত অনুষ্ঠানে যশোর,খুলনা,বরিশাল,মাদারীপুর,ফরিদপুর,গোপালঞ্জন,মাগুরা,ঢাকা,ও নড়াইল সহ বাংলাদেশে বিভিন্ন জেলা এবং ভারত হতে বহু লোকের শুভাগমন ঘটে।
যাতায়াত:-নড়াইল ফেরী ঘাট থেকে ভ্যান,নছিমন,মটর সাইকেল ইজিবাইক যোগে,প্রাইভেট গাড়িতে করে পাগল বিজয় সরকারের বাড়ি।
ভাড়ার হার:- জনপ্রতি।
ক্রমিক নং | গাড়ির নাম | ভাড়ার হার/টাকা |
১ | ভ্যান | ৪০ |
২ | নছিমন | ৩০ |
৩ | মটর সাইকেল | ৬০ |
৪ | ইজিবাইক | ৩০ |
৫ | প্রাইভেট | ৮০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস