Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

মামলারআবেদন

বরাবর,

চেয়ারম্যান ১১ নং বাঁশগ্রাম ইউপি

নড়াইল সদর,নড়াইল।

 

বিষয়: অভিযোগ প্রসঙ্গে।

 

         প্রথম পক্ষ                                                                               দ্বিতীয় পক্ষ                                                           

 1| মো:লিটু মোল্যা                             ১। ইকতিয়ার হোসেন                

  পিতা: মৃত গোলাম আহম্মদ মোল্যা                   পিতা:মৃত আ:রাজ্জাক মোল্যা           

  গ্রাম: বেতভিটা                                গ্রাম:বেতভিটা                    

  ডাকঘর: দারিয়াপুর                             ডাকঘর:দারিয়াপুর                 

  উপজেলা + জেলা:নড়াইল।                        উপজেলা ও জেলা:নড়াইল।      

                                                       

                                                           

                                                             

 

 জনাব,

যথাবিহীত বিনীত সন্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, প্রথম পক্ষর নালিশের বিবরন  এই যে,১৭-০৯-২০১৭ ইং তারিখে শুম্ভুডাঙ্গা মৌজায় ১১ শতক জমি লইয়া দ্বিতীয় পক্ষর নামে অভিযোগ করিয়া একটা দরখাস্ত আনায়ন করিয়াছেন। উক্ত দরখাস্ত আমি পাওয়ার পর উভয় পক্ষকে আমার কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করি। প্রথম পক্ষ হাজির প্রদান করে এবং দ্বিতীয় পক্ষ সময়ের আবেদন করে।দ্বিতীয় পক্ষ পর্যায়ক্রমে তিন দিন পর সময়ের দরখাস্ত করেন। উল্লেখ্য থাকে যে, দ্বিতীয় পক্ষকে তিন বার সময় দেওয়ার পর প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের মতামত লইয়া আইনজীবি শালিশের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম পক্ষের আইনজীবি এ্যাড:গোলাম মোহাম্মদ নিযুক্ত হয় এবং দ্বিতীয় পক্ষের আইনজীবি এ্যাড:রবীন্দ্রনাথ রায় নিযুক্ত হন।উভয় পক্ষের আইনজীবিদের সিদ্ধান্ত মোতাবেক এ্যাড:সুভাষ চন্দ্র বোস কে বিচারক নিযুক্ত করা হয়।উভয় পক্ষের সত্ত্বের কাগজপত্র পর্যালোচনা করার পর নালীশি শুম্ভুডাঙ্গা মৌজায় ২০৭ দাগের ১১ শতক জমি লিটু মোল্যা এর বৈধ স্বত্ত দখল বিদ্যমান থাকে মর্মে তাহাদের অনুকুলে রায় প্রদান করেন।আমি নড়াইল বারের সিনিয়র আইনজীবি এ্যাড:সুভাষ চন্দ্র বোস এর দেওয়া শালিশী রায়ের সাথে একমত হইয়া নালিশী জমি সরজমিনে তদন্ত পূর্বক প্রথম পক্ষের বৈধ দখল বিদ্যমান রহিয়াছেন।

 

 

 

 

 

 ZvwiL:                                                                                                    বিনীত

                                                                                                 

                                                                                                              

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)