বাঁশগ্রাম ইউনিয়ন এর সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,যাহারা এখন ও ভোটার হননি এবং যাদের বয়স ০১/০১/২০০৪ ইং তারিখ তাহাদের নতুন ভোটার তালিকা করা হবে আসসে ০৮.০৯. ও ১০ জুলাই ২০১৯ রোজ সোমবার.মঙ্গলবার ও বুধবার,স্থান ১১নং বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন।